প্রবাস ফেরত বাংলাদেশিদের পাশে দাড়াচ্ছে সোশ্যাল ইসলামিক ব্যাংক
প্রবাসফেরত বাংলাদেশিদের আত্মনির্ভরশীলতা বারাতে ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক দুটি বিশেষ বিনিয়োগ সুবিধা চালু করেছে ‘প্রবাসী উদ্যোগ’ ও ‘প্রবাসী অগ্রযাত্রা’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংকটি জানিয়েছে, সম্প্রতি ব্যাংকের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ারুল আজিম আরিফ এই বিশেষ বিনিয়োগ কার্যক্রমের আওতায় প্রবাস ফেরতদের মধ্যে বিনিয়োগ বিতরণের চেক হস্তান্তর করেন।
ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী।
এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক এবং মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, এসএমই এন্ড এগ্রিকালচারাল ফিন্যান্স বিভাগের প্রধান সাদাত আহমেদ খান উপস্থিত ছিলেন।